খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে সরাইল ইউনিয়নে রয়েছে গৌরবউজ্জল ইতিহাস।প্রাচীণকাল থেকেই এ অঞ্চলে ফুটবল, কাবাডি, দারিয়াবাধা খেলা ছিল অত্যন্ত জনপ্রিয়। স্বাধীনবাংলা ফুটবল দলের খেলোয়ার সুনীল চন্দ্র দেব, রবি আলী ঠাকুর, হুমায়ুন ঠাকুর , মোশায়েদ উল্লাহ সরাইল ইউনিয়নের সন্তান। এ ইউনিয়নের রয়েছে অনেক ফুটবল ক্লাব। এর মধ্যে পলাশ উজেলার জি আর সি স্পোর্টিং ক্লাবটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত। স্কুটার গফুর এ ক্লাবেরই খোলোয়াড় ছিলেন। বর্তমানে নরসিংদী জেলা শহরে রয়েছে আনুমানিক ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতস্টেডিয়াম । এ স্টেডিয়ামে রয়েছে ফুটবল, হ্যান্ডবল ও বাস্কেটবল খেলার মাঠ। প্রতি বছর সরাইল ইউনিয়নে ফুটবল গোল্ডকাপ সহ বিভিন্ন সময়ে প্রতিযোগিতামূলক ও প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ছাড়া জাতীয় ও আর্ন্তজাতিক ফুটবল ও হ্যান্ডবলের ভ্যেনু হিসাবে এ ষ্টেডিয়ামে অনেক খেলাধূলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর সরাইল ইউনিয়নের স্খুলে বার্ষিক প্ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । এবং বিভিন্ন ধরনের খেলা ধুলা, তাছাড়া নাটক , সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বিনোদন পিয়াসি এ ইউনিয়নের জনসাধারণ যে কোন খেলাধূলায় বিপুলভাবে দর্শক হিসাবে উপস্থিত হয়। বাউল গান ও আধ্যাতিক গানও এ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS