ঐতিহাসিকদের মতে সরাইখানা এবং ঈল এ দু'টি শব্দ থেকে সরাইল শব্দটির উৎপত্তি। সরাইখানা শব্দের অর্থ ক্ষণস্থায়ী বাসস্থান। ফার্সী ঈল শব্দের অর্থ বিদ্রোহী বন্ধু। সরাই+ঈল=সরাইল অর্থাৎ বিদ্রোহী বন্ধুর বাসস্থান।ফখরুদ্দিন বাহরাম খানের শিলহদর(বর্মরক্ষক) অর্থাৎ দেহরক্ষী হিসেবে বিদ্রোহী হয়ে তিনি যে স্থানে সামরিক প্রস্ত্ততির জন্য ক্ষণস্থায়ী রাজধানী করেছিলেন,সেই স্থানটি দিল্লীর সুলতান ও তাঁর সভাসদগণ,স্থপতিগণ কর্তৃক সরাই+ঈল=সরাইল নামে আখ্যায়িত হয়েছিল। দিল্লী থেকে প্রচারিত হতে হতে এটাই কালে পরবর্তী শাসন আমলে সরাইল নামে পরিচিতি ও গৃহীত হয়েছিল।ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন এই সরাইল। যুগ যুগ ধরে এর কৃষ্টি কালচার, শিক্ষা ও সংস্কৃতি উপমহাদেশে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। সরাইল উপজেলার প্রাণকেন্দ্র এই সরাইল সদর ইউনিয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS