৭নং সরাইল ইউনিয়নের কৃষি কর্মকর্তাদের তথ্য অনুসারে খাদ্য উৎপাদন -
৮৩৪১৫ মে: টন
৬৫৬৮৬ মে: টন চাহিদা জন সংখ্যা অনুসারে
+ ১৭৭২৯ মে: টন উপকৃত ।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ । কৃষি প্রধান দেশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার সরাইল ইউনিয়নের জনগণ ও কৃষির উপর নির্ভশীল । অত্র ইউনিয়নের প্রায় সকলেই কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত । বাড়ি ঘর ও পুকুর ছাড়া সকল জমি জমাই কৃষি উপযোগী ।সকলেই কৃষি নির্ভর হওয়ায় কৃষি কাজে প্রতি বেশী মনোয়োগী । তাদের সব সময় লক্ষ থাকে ভালো ভাবে যাতে ক্ষেতে ফসল ফলে । যখনই কোন সমস্যা দেখা দেয় নিকটবর্তী কৃষি অফিস অথবা অত্র ইউনিয়নের কৃষি কর্মকার্তাগণদের নিকট খেকে পরামর্শ গ্রহণ করেন এবং তাদের স্মরণাপন্ন হয়ে সমস্যা সমাধান করেন । তা ছাড়া কৃষি উৎপাদন বারানোর জন্য সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন কৃষি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন । ফলে কৃষকদের সচেতনতা ব্রদ্ধি পায় । কৃষি কাজে আরো মনোয়োগী হয় । উৎপাদন বেড়ে যায় । ভালভাবে সুখে শান্তিতে বসবাস করছে । ভাল ফসল উৎপাদনের ফলে কৃষকেরা আজ স্বাবলম্বী ।
সরাইল ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ ইউনিয়নে আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
অত্র ইউনিয়নের কৃষি ও অন্যন্যা ফসল উৎপাদনের ফলে ইউনিয়নরে জনগণ চাহিদা মত ভোগ করতে পারছে । চাহিদা পুরণের পর দেশের অন্যত্র রপ্তানি করা হয় । ফলে অত্র ইউনিয়নে কৃষি নির্ভরশীলতা বাড়ছে এবং কৃষকেরা সুখে শান্তিতে দিন অতিবাহিত করছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS