সরাইলের জমিদার বাড়ির সন্নিকটে সরাইল বাজারে মসজিদটি অবস্থিত । মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) ১৬৬২খ্রি. সরাইলের দেওয়ান নূর মোহাম্মদের স্ত্রী আরফান নেছা কর্তৃক মসজিদটি নির্মিত হয় । অন্য তথ্যমতে মজলিশ শাহরাজের পুত্র নূর মোহাম্মদ কর্তৃক ১০৭৩ খ্রি. মসজিদটি নির্মিত হয় বলে জানা যায় । মসজিদটির আয়তন ৪৫ফুটx১৫ফুট ৬ইঞ্চি । দেয়ালের পুরুত্ব ৪ফুট ৫ইঞ্চি । মোঘাল স্থাপত্যের অপূর্ব নির্দশনগুলো সংস্কারের ফলে অনেকাংশে বিনষ্ট হয়েছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS