Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হাটখোলা মসজিদ বা আরফান নেছার মসজিদ
Location
সরাইল বাজার
Transportation
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড মোড় এসে সিএনজি যোগে সরাসরি আসা যায় । উপজেলা চত্বর থেকে রিক্সা যোগে কিংবা পায়ে হেটেও যাওয়া যায় ।
Details

সরাইলের জমিদার বাড়ির সন্নিকটে সরাইল বাজারে মসজিদটি অবস্থিত । মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে (১৬৫৮-১৭০৭) ১৬৬২খ্রি. সরাইলের দেওয়ান নূর মোহাম্মদের স্ত্রী আরফান নেছা কর্তৃক মসজিদটি নির্মিত হয় । অন্য তথ্যমতে মজলিশ শাহরাজের পুত্র নূর মোহাম্মদ কর্তৃক ১০৭৩ খ্রি. মসজিদটি নির্মিত হয় বলে জানা যায় । মসজিদটির আয়তন ৪৫ফুটx১৫ফুট ৬ইঞ্চি । দেয়ালের পুরুত্ব ৪ফুট ৫ইঞ্চি । মোঘাল স্থাপত্যের অপূর্ব নির্দশনগুলো সংস্কারের ফলে অনেকাংশে বিনষ্ট হয়েছে ।