১। দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া):
মহান স্বাধনিতা সংগ্রামের অন্যতম সংগঠক ।সৎ ও নির্ভীক রাজনীতিবিদ অলি আহামেদের নেতৃত্বে গঠিত পূর্ব পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠানলগ্নের কেন্দ্রীয় কমিটিতেতিনি কার্যকরী সদস্য ছিলেন । পরবর্তীতে ন্যাশনাল আওয়ামীলীগ পাটির্র কেন্দ্রীয় নেতা । ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের প্রার্থী হিসাবে সরাইল নাসির নগর এলাকা থেকে আইন পরিষদের সদস্য নিবার্চিত হন । পেশাগত জীবনে ঢাকা হাইকোটের খ্যাতিমান এডভোকেট ছিলেন । ১৯৭১সালে স্বাধীনতার আর্ন্তজাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি হাঙ্গেরীর রাজধানী বুদাপেষ্টে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন । সেখান থেকে ফেরার পথে তিনি ৪ জুন নয়াদিল্লীতে হঠাৎ হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মার যায় । দিল্লীতেই এ মহান নেতাকে দাফন করা হয় ।
২। এ কে এম হেদায়েতুল হক সিএসপি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন । ইতিহাস বিষয়ে সবোর্চ্চ নম্বর পেয়ে তিনি কালী নারায়ন বৃত্তিলাভ করেন । সি এস পি অফিসার হিসাবে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের চাকুরীতে যোগদান করেন । এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে সচিব ও পরবর্তীতে জাপানে রাষ্ট্র্র দূত হিসাব দায়িত্ব পালন করেন ।
৩। তাহের উদ্দিন ঠাকুর:
স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৩সালে সরাইল থেকে জাতীয় সংসদের সদস্য নিবাচির্ত হন এবং আওয়ামী লীগ সরকারের তথ্য ও বতার মন্ত্রলয়ের প্রতিমন্ত্রি দায়িত্ব পালন করেন ।
৪। মরহুম আহমেদুর রহমান মজনু:
প্রথিতযশা সাংবাদিক । পাকিস্তান আমলে ভীমরুল ছদ্মনাম দৈনিক ইত্তেফাক মিঠে কড়া শিরোনামের কলাম লিখে অত্যন্ত্ জনপ্রিয়তা অর্জন করন। ১৯৬৫ সালের ২০ মে কায়রো যাবার পথে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান ।
৫। মহরম সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া:
অন্যতম শহীদ বুদ্ধিজবিী ছিলেন । পেশায় ছিলেন তুখাড় আনজ্ঞ। ১৯৭১ সালের৬ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কুরুলিয়া খালপাড়ে হানাদার বাহিণীতাকে মির্মমভাবে গুলি করে হত্যা করে । ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার শহীদ বুদ্ধিজীবী হিসেবে তার ছবি সহ স্মরক ডাক- টিকেট প্রকাশ করে ।
৬। মীর মোবাশ্বের আলী:
অধ্যাপক ,বুয়েট
৭। ড: শাজ জাহান ঠাকুর -
ছন্দ বিজ্ঞানী , শিক্বিদ ও সাহিত্যিক ।
৮। ড: বশির আহমেদ :
মার্কিন যুক্ত রাষ্ট্রের ওয়াশিনটনস্থ পপুৃলেশন সেন্সাস ব্যুরোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ।
৯। মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম :
প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য । খ্যাতমান আইনজীবী ও মু্ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ।
১০। শহীদুল হক :
সাবেক অধ্যক্ষ , ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ।
১১। স্বর্গীয় হেমেন্দ্র চন্দ্র রায়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস