এই সব বেসরকারী সংস্থা গুলো সরাইল ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সৈার শক্তি, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এ ছাড়া ( ব্রাক ) যারা বাইরে যেতে চাই সেই সব অভিবাসীদের বিভিন্ ধরনের প্রশিক্ষণ সচেতনা মুলক বিভিন্ন প্রশিক্ষণের বব্যস্থা করে এবং ভিসা চেকিং ইত্যাদি জনসচেতনা বৃদ্ধি করছে । এছাড়াও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যার আত্ম শক্তিতে বলিয়ান ব্যাক্তি কথনো দারিদ্র হতে পারে না । এর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সরাইল ইউনিয়নের লোকজন আত্নশক্তিতে নির্ভরশীল এবং কি ভাবে নিজেই নিজের কর্মসংস্থানের সৃষ্টির করতে হয় তা বুঝতে পারছে । প্রশিক্ষণের মাধ্যমে অসচেতন লোকজন সচেতন হচ্ছে এবং তারা কাজের প্রতি উৎসাহিত হচ্ছে । বিআরডিবি প্রকল্পের মাধ্যমে গ্রামের গরীব লোকজনকে ঋণ বিবরণ এছাড়া গরু পালন, ছাগল পালন ইত্যাদি দিয়ে আর্থিক উন্নয়নের ব্যবস্থা করছে । গ্রামের গরীব লোকজনদের এ্ই সব বেসরকারী সংস্থাগুলো সরাইল ইউনিয়নের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস